মূল পাতা আন্তর্জাতিক এবার অরুণাচলের ২৭ জায়গার নাম পরিবর্তন করল চীন; ভারতের প্রতিবাদ
শেখ আশরাফুল ইসলাম 14 May, 2025 02:11 PM
পাকিস্তানের সাথে সংঘাত শেষ হতে না হতেই এবার ভারতের পূর্ব সীমান্তে অরুনাচলের অন্তত ২৭টি জায়গার নতুন নামকরণ করেছে চীন। আর এতেই ভীষণ চটেছে দিল্লি।
ভারতের বৈদেশিক মন্ত্রণালয় বিষয়টির বিরোধীতা করে বলেছে, নতুন নতুন নাম দিলেই এই সত্যটা বদলাবে না যে অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে।
বুধবার (১৪ মে) ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
অরুণাচলকে 'জাংনান' বলে আখ্যা দেয় চীন। এর আগেও অরুণাচলের বিভিন্ন অংশকে নিজেদের বলে নামকরণের পথে হেঁটেছিল দেশটি।
২০২৪ সালের এপ্রিল মাসে ভারতের দাবিকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে অরুণাচল প্রদেশের ৩০টি জায়গার নাম বদল করেছিল চীন। সেই সময় চীন ১২টি পাহাড়, ৪টি নদী, ১টি ঝিল ও একটি পাহাড়ি পথসহ ১১টি এলাকার নাম বদল করেছিল। ২০১৭ সালেও অরুণাচলের ৬টি জায়গার নাম বদল করেছিল চীন। ২০২১ সালে ১৫টি স্থান এবং ২০২৩ সালে ১১টি স্থানের নাম বদল করে চীন। এদিকে ২০২৪ সালেও অরুণাচলকে “দক্ষিণ তিব্বত” আখ্যা দিয়েছিল চীন।
১৯৮৭ সালে ভারতের অবৈধ দখলে থাকা চীনা ভূখণ্ডে অরুণাচল গঠিত হয়। সেই সময় চীন একটি বিবৃতি দিয়ে দৃঢ়ভাবে এর বিরোধিতা করেছিল। ওই সময় থেকেই চীন জোর দিয়ে বলে এসেছে যে ভারতের পদক্ষেপ সম্পূর্ণ বেআইনি এবং তা যেন বাতিল করা হয়।
অরুণাচল নিয়ে বেজিংয়ের দাবি, চীন-ভারত সীমান্ত কখনোই নির্দিষ্ট করা হয়নি। এটি পূর্ব সেক্টর, মধ্য সেক্টর, পশ্চিম সেক্টর এবং সিকিম সেক্টরে বিভক্ত। পূর্বাঞ্চলীয় সেক্টরের জাংনান (অরুণাচলের চীনা নাম) বরাবরই চিনের এলাকা। ভারতের অবৈধ দখলের আগ পর্যন্ত চীন জাংনানের উপর কার্যকরী প্রশাসনিক এক্তিয়ার প্রয়োগ করে আসছিল।
সূত্র : হিন্দুস্থান টাইমস