মূল পাতা আন্তর্জাতিক ভারতের গোয়েন্দা ড্রোন ভূপাতিত করলো পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক 29 April, 2025 05:22 PM
কাশ্মীরে লাইন অব কন্ট্রোল (এলওসি) বরাবর ভিম্বার জেলার মানাওয়ার সেক্টরে আকাশসীমা লঙ্ঘনকারী একটি ভারতীয় কোয়াডকপ্টার ভূপাতিত করেছে পাকিস্তান সেনাবাহিনী।
মঙ্গলবার (২৯ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা। ট্রিবিউন ডটকম পিকের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা জানান, কোয়াডকপ্টারটি নজরদারি কার্যক্রম চালানোর চেষ্টা করছিল। ঠিক সেই সময় সতর্ক অবস্থানে থাকা পাকিস্তানি সেনাবাহিনী সেটিকে গুলি করে নামিয়ে দেয়।
তারা বলছেন, এই সময়োপযোগী পদক্ষেপ সীমান্ত অতিক্রম করে গুপ্তচরবৃত্তির একটি প্রচেষ্টা প্রতিহত করেছে। পাকিস্তানের সেনাবাহিনী সীমান্তে যেকোনো আগ্রাসী তৎপরতার জবাব দিতে সর্বদা প্রস্তুত বলেও মন্তব্য করেন কর্মকর্তারা।
উল্লেখ্য; গত ২২ এপ্রিল ভারত-অধিকৃত কাশ্মীরের পেহেলগাঁও এলাকায় পর্যটকদের ওপর এক প্রাণঘাতী হামলায় ২৬ জন নিহত হন, যাদের অধিকাংশই ছিলেন পর্যটক। অঞ্চলটিতে ২০০০ সালের পর অন্যতম ভয়াবহ হামলা এটি। তবে অনেকেই বলছেন এই হামলা নিজেরাই করেছে ভারত।