| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল খেলাফত আন্দোলনের মজলিসে আমেলার বৈঠক অনুষ্ঠিত


খেলাফত আন্দোলনের মজলিসে আমেলার বৈঠক অনুষ্ঠিত


রহমত নিউজ     10 April, 2025     07:56 PM    


বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে আমেলার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৮ এপ্রিল) রাজধানীর কামরাঙ্গীরচরে মারকাজুল খেলাফত জামিয়া নূরিয়া ইসলামিয়ায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হাফজ্জী হুজুর (রহ.) - এর খলিফা ও খেলাফত আন্দোলনের রাজনৈতিক উপদেষ্টা হযরত মাওলানা ইসমাইল বরিশালী।

বৈঠকে সর্বসম্মতিক্রমে আগামী মজলিসে  শূরায় দলের পরবর্তী আমীর মনোনীত করার আগ পর্যন্ত গঠনতন্ত্র অনুযায়ী মহাসচিব দায়িত্ব পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সাথে মহাসচিবের পরামর্শদাতা হিসেবে  মাওলানা সাইদুর রহমান ও মাওলানা সানাউল্লাহ হাফেজ্জীর নাম প্রস্তাব করা হলে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। 

বৈঠকে হাফেজ্জী হুজুর (রহ.) এর সর্বকনিষ্ঠ সন্তান সদ্যপ্রয়াত খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত আল্লামা শাহ আতাউল্লাহ হাফেজ্জী (রহ.)-এর স্মরণসভা পরামর্শ অনুযায়ী আগামী মে মাসের যেকোনো সময় আয়োজন করার সিদ্ধান্ত হয়।

আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী (রহ.) - এর স্মরণ সভা বাস্তবায়নের জন্য মাওলানা সাইদুর রহমানকে আহবায়ক করে ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফিজ্জী, নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, সাংগঠনিক সম্পাদক মাওলানা সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, ও মাওলানা ইলিয়াস মাদারীপুরী।

স্মরণ সভায়  হাফজ্জী হুজুর (রহ.) - এর খুলাফা,শীর্ষস্থানীয় আলেম-উলামা, পীর - মাশায়েখ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জামিয়া নূরিয়ার ফারেগীন ও মরহুমের শুভাকাঙ্ক্ষীদের দাওয়াত দেওয়ার সিদ্ধান্ত হয়।

আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী (রহ.) নামে একটি স্মারকগ্ৰন্থ প্রকাশের কাজ চলমান রয়েছে বলেও আলোচনা হয় বৈঠকে।

অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, শরীয়ত বিষয়ক উপদেষ্টা মাওলানা হাজী ফারুক আহমদ, আইন বিষয়ক উপদেষ্টা এডভোকেট মুহাম্মদ লিটন চৌধুরী, মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, নায়েবে আমীর মাওলানা শেখ আজিম উদ্দিন,  মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা সাইদুর রহমান, মাওলানা ইউসুফ সাদেক হক্কানী, যুগ্ম মহাসচিব মোহাম্মদ রোকনুজ্জামান রোকন, হাজী জালাল উদ্দিন বকুল, মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সি, মাওলানা মীর ইদ্রিস, সাংগঠনিক সম্পাদক মাওলানা সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, সহকারী প্রচার সম্পাদক মাওলানা কামরুল ইসলাম, সহকারী অর্থ সম্পাদক মাওলানা রুহুল আমিন, দাওয়াত ও তাবলীগ নাজেম মাওলানা সাজেদুর রহমান ফয়েজী, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা মাহমুদুল্লাহ ইবনে আতাউল্লাহ, মুফতী আব্দুল বারী, মাওলানা ইলিয়াস মাদারীপুরী, অধ্যক্ষ ডাক্তার নিয়ামত আলী ফকির, জনাব আতিকুল ইসলাম, মাওলানা তৌহিদুজ্জামান, মাওলানা হাফেজ আবু তাহের,মাওলানা মাহমুদুল হাসান শরীয়তপুরী, মাওলানা সাইফুল ইসলাম জামালী, কেন্দ্রীয় সদস্য মাওলানা আ ফ ম আকরাম হোসাইন, মাওলানা হাফেজ আবুল কাশেম রায়পুরী, মাওলানা সালাউদ্দিন জয়নাল, মাওলানা আল আমিন, হাফেজ মাওলানা অলিউল্লাহ, মুফতী আখতারুজ্জামান আশরাফী ও মুফতী আবুল হাসান কাসেমী প্রমুখ।