| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল ফ্যাসিবাদীদের সুবিধা হয় এমন কাজ থেকে সবাইকে দূরে থাকতে হবে : খেলাফত মজলিস


ফ্যাসিবাদীদের সুবিধা হয় এমন কাজ থেকে সবাইকে দূরে থাকতে হবে : খেলাফত মজলিস


রহমত নিউজ     09 March, 2025     12:35 PM    


খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেন, জাতীয় স্বার্থে জুলাই অভ্যুত্থান সময়ের ঐক্য অটুট রাখতে হবে। পতিত ফ্যাসিবাদীদের সুবিধা হয় এমন সব তৎপরতা থেকে সবাইকে দূরে থাকতে হবে। বিভেদ নয় ঐক্য- এ চেতনা ধারণ করে আমাদের সামনে আগাতে হবে।

শনিবার (৮ মার্চ) বিকালে রাজধানীর পুরানা পল্টনে ফারস হোটেল এন্ড রিসোর্টসে খেলাফত মজলিস আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

মাওলানা আব্দুল বাছিত বলেন, আমরা মনে করি, প্রয়োজনীয় সংস্কার শেষে এ বছরের মধ্যে জাতীয় নির্বাচনের মাধ্যমে নিয়মতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। আর মাহে রমজানের পবিত্রতা বিনষ্ট হয় এ ধরণের সকল অপতৎপরতা বন্ধ করতে হবে। বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে

খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসের মহাসচিব ড.আহমদ আবদুল কাদের, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াস সদস্য মাওলানা মোসাদ্দে বিল্লাহ আল-মাদানী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মনজু, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন, জাতীয় পাটির মহাসচিব আহসান হাবিব লিংকন, জাতীয় নাগরিক পাটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান আদিব, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ, জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান, খেলাফত আন্দোলনের আমীর মাওলানা আবু জাফর কাসেমী, লেবার পাটির (একাংশ) চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, নেজামে ইসলাম পাটিঁর সহ-সভাপতি আবদুল মাজেদ আতহারী প্রমুখ।