রহমত নিউজ 09 March, 2025 11:24 AM
ঐক্যবদ্ধভাবে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।
তিনি বলেন, হাফেজ্জী হুজুর রহ. ইসলামী হুকুমত প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৮১ সালে বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রতিষ্ঠা করেছিলেন। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই দেশ থেকে সকল অনাচার, দূর্নীতি, অবিচার দূর করা সম্ভব। আমাদেরকে আমৃত্যূ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যেতে হবে। ঐক্যবদ্ধভাবে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে হবে।
শনিবার (৮ মার্চ) বিকালে রাজধানীর গুলিস্তানে ইম্পেরিয়াল হোটেল অডিটোরিয়ামে বাংলাদেশ খেলাফত আন্দোলনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন, মানরচিত শাসনব্যবস্থা দেশে শান্তি আনতে ব্যর্থ হয়েছে। ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা ছাড়া শান্তি প্রতিষ্ঠার অন্য কোন উপায় নেই। অতএব আমাদেরকে ঐক্যবদ্ধভাবে ইসলামী শাসন কায়েমের লক্ষ্যে কাজ করতে হবে।
উদ্বোধনী বক্তব্যে খেলাফত আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মুফতী সুলতান মহিউদ্দীন বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ খেলাফত আন্দোলন সকল বাতিলের বিরুদ্ধে অগ্রণী ভুমিকা পালন করেছে। নাস্তিক্যবাদ, কথিত ব্লগারদের ইসলামবিরোধী লেখালেখি, শাহবাগীদের ইসলামবিরোধী তৎপরতার বিরুদ্ধে সর্বপ্রথম মাঠে নেমেছিল খেলাফত আন্দোলন। বিগত স্বৈরশাসনের আমলে খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত ও মহাসচিবকে কারাবরণও করতে হয়েছিল। খেলাফত আন্দোলন অন্যায়ের সাথে কখনো আপোস করেনি, করবেও না ইনশাআল্লাহ।
ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর ড. হাসানুজ্জামান চৌধুরী, জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান এর প্রতিনিধি, কেন্দ্রীয় কর্মপরিষদ সূদস্য ও সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের মহাসচিব ড. খলিলুর রহমান মাদানী, ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব মাওলানা সৈয়দ ইসহাক মুহাম্মাদ আবুল খায়ের, লেবার পার্টির চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমান ইরান, নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা একেএম আশরাফুল হক্ব, এনডিএম এর মহাসচিব মো: মমিনুল আমিন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ড. ফায়যুল হক, এনসিপির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমীন, রোকনুজ্জামান রোকন, মাওলানা মোস্তাফিজুর রহমান মাহমূদী, অ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল প্রমূখ
আরও উপস্থিত ছিলেন, শায়খুল হাদীস মাওলানা শেখ আজীম উদ্দীন, হাজী জালালুদ্দীন বকুল, মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, অ্যাডভোকেট মুহাম্মাদ লিটন চৌধুরী, ইঞ্জিনিয়ার আব্দুল হান্নান আল হাদী, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা মাহমুদুল হাসান শরীয়তপুরী, খন্দকার মিরাজুল ইসলাম, মুফতী ইলিয়াছ মাদারিপুরী, মাওলানা মাহবুবুর রহমান, ইঞ্জিনিয়ার মুফাচ্ছির হোসাইন ও মুফতি আকরাম হুসাইন প্রমুখ। । এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দের মিলনমেলায় পরিণত হয়েছিল খেলাফত আন্দোলনের ইফতার মাহফিল।