| |
               

মূল পাতা জাতীয় শিশু ধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে: আসিফ মাহমুদ


শিশু ধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে: আসিফ মাহমুদ


রহমত নিউজ     08 March, 2025     04:50 PM    


স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সম্প্রতি শিশু ধর্ষণের ঘটনায় সম্পৃক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

শনিবার (৮ মার্চ) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরে নারী দিবসের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ধর্মকে ব্যবহার করে একটি শ্রেণি নারীদের হেনস্তার চেষ্টা করছে। কোনো ধর্মই এ ধরনের কাজকে সমর্থন করে না। এ সময় নারী হয়রানিতে সম্পৃক্তদের সরকার কোনো ছাড় দেবে না বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে সারাদেশে স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে স্বাবলম্বী নারীদের অবদানের প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। নারীদের পুরস্কার ও সম্মাননা দেয়া হয় এ সময়। এতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের বিভিন্ন দফতরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।