| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব গাজ্জায় পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধের পরিকল্পনা করছে ইসরাইল


গাজ্জায় পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধের পরিকল্পনা করছে ইসরাইল


মুসলিম বিশ্ব ডেস্ক     05 March, 2025     02:25 PM    


গাজ্জায় যুদ্ধবিরতি কার্যকর রয়েছে গত ১৯ জানুয়ারি থেকে। তবে এই সময়ের মধ্যে বড় ধরনের সংঘাত না ঘটলেও যেকোনো মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে। এর মধ্যেই গাজ্জায় পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার সম্ভাবনার কথা জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহুর মুখপাত্র ওমর দোস্ত্রি।  

মঙ্গলবার (৪ মার্চ) ইসরাইলি রেডিও ৯৪এফএম-কে দেওয়া এক সাক্ষাৎকারে দোস্ত্রি এসব কথা বলেন।

তিনি বলেন, হামাস যত বেশি সময় ধরে আপস করতে অস্বীকৃতি জানাবে, ইসরাইল তত বেশি সুবিধা পাবে। হামাসকে চাপে ফেলতে আমাদের কাছে একাধিক কৌশল রয়েছে। আমরা যুদ্ধের জন্য সামরিক প্রস্তুতি নিচ্ছি এবং গাজ্জার পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিষয়টিও বিবেচনায় রয়েছে।

ওমর দোস্ত্রি আরও জানান, ইসরাইল এই বিষয়ে আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখছে। তিনি বলেন, আমরা চাই, যত বেশি সম্ভব জীবিত বন্দিদের ফিরিয়ে আনার সুযোগ তৈরি হোক। এজন্য কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, নেতানিয়াহু গাজ্জায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের দ্বিতীয় ধাপে যেতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি চান, চুক্তির প্রথম ধাপকেই দীর্ঘায়িত করা হোক। এরই অংশ হিসেবে গত রোববার ইসরাইল গাজ্জায় মানবিক সহায়তার প্রবেশ বন্ধ করে দেয়।   

হামাস ইসরাইলের শর্ত মেনে নিতে রাজি নয়। তাদের দাবি, যুদ্ধবিরতির শর্তাবলী মেনে চলতে হবে এবং অবিলম্বে দ্বিতীয় ধাপের আলোচনা শুরু করতে হবে। এই পর্বে গাজ্জা থেকে ইসরাইলি বাহিনী সম্পূর্ণ প্রত্যাহার এবং স্থায়ী যুদ্ধবিরতির বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।  

ইসরাইলের সরকারি সম্প্রচারমাধ্যম 'কান' নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইসরাইল এক সপ্তাহের মধ্যে গাজ্জার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারে। এর মধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা, পরিকল্পিত হত্যাকাণ্ড এবং উত্তর গাজা থেকে ফিলিস্তিনিদের দক্ষিণে সরিয়ে দেওয়ার মতো নীতিও থাকতে পারে।