| |
               

মূল পাতা ইসলাম হাকিকতে ইসলাম বাংলাদেশের আলোচনা সভা অনুষ্ঠিত 


হাকিকতে ইসলাম বাংলাদেশের আলোচনা সভা অনুষ্ঠিত 


রহমত নিউজ     24 February, 2025     07:16 PM    


অরাজনৈতিক দ্বীনি ও সামাজিক উন্নয়নমূলক সংগঠন) হাকিকতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় তারবিয়্যাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর জজকোর্ট পরজোয়ার সেন্টার জামে মসজিদে সভা অনুষ্ঠিত হয়। এতে মাওলানা কামরুল বিন ওলীপুরী হাফিজাহুল্লাহসহ সারা দেশের ক্ষ্যাতিমান ইসলামীক স্কলার, আলেম উলামা, দ্বায়ী ও সংগঠন এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

বক্তারা দাওয়াতের পথ ও পদ্ধতি, ইসলামের জন্য উলামায়ে কেরামের দায়িত্ব ও কর্তব্য, দ্বীনি মাদরাসাসমূহ টিকিয়ে রাখতে উলামায়ে কেরামের ভূমিকাসহ বিভিন্ন বিষয়ে সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এসময় বক্তারা ইসলাম বিদ্বেষী নাস্তিকদের ব্যপারেও কঠোর হুশিয়ারি উচ্চারণ করেন।

সংগঠনটির সাধারণ সম্পাদক মুফতী খলিলুর রহমান জাফরীর সঞ্চালনা ও সভাপতি মুফতী আজিজুল হক শেখ সাদীর সভাপতিত্বে দ্বীন ও ইসলামের প্রচার প্রসার, দেশ ও সমাজের উন্নয়ন মূলক কাজে অংশগ্রহণ, মজলূমদের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে প্রোগ্রাম সমাপ্ত করেন।