| |
               

মূল পাতা সারাদেশ রাজধানী তরুণ আলেম লেখক রায়হান খাইরুল্লাহ আর নেই!


তরুণ আলেম লেখক রায়হান খাইরুল্লাহ আর নেই!


রহমত নিউজ     23 February, 2025     06:43 PM    


পবিত্র উমরা পালন করতে গিয়ে সৌদি আরবে ইন্তেকাল করেছেন ৩৫ বছর বয়সী তরুণ আলেম লেখক মাওলানা রায়হান খাইরুল্লাহ। ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন

রবিবার (২৩ ফেব্রুয়ারি) সৌদির আরবের সময় বেলা ১টায় আইসিউতে থাকাবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মাওলানা রায়হান খাইরুল্লাহ’র বন্ধু লেখক মাওলানা আবদুল্লাহ আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, উমরার সফররত অবস্থায় অসুস্থ হয়ে মক্কার কিং ফয়সাল হাসপাতালের আইসিউতে ভর্তি হন মাওলানা খাইরুল্লাহ। তার ফুসফুস জনিত রোগ ছিল। 

এদিকে, ভাগিনা মাওলানা রায়হান খাইরুল্লাহ’র অসুস্থতার খবর পেয়ে আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার ফ্লাইটে সৌদি আরব রওনা দিয়েছেন মাকতাবাতুল আযহারের সত্ত্বাধিকারী মাওলানা উবায়দুল্লাহ আজহারী। বিষয়টি তিনি এক ফেসবুক পোস্টে জানিয়েছেন।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা