মূল পাতা আন্তর্জাতিক বিএসএফের পোশাক পরে গরু চোরাচালানকালে কয়েকজন ভারতীয় গ্রেপ্তার
আন্তর্জাতিক ডেস্ক 14 February, 2025 08:04 PM
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পোশাক পরে বাংলাদেশে গরু চোরাচালানের চেষ্টার সময় পশ্চিমবঙ্গ থেকে কয়েকজনকে গ্রেপ্তার করেছে বিএসএফ। আটকের সময় ওই চোরাকারবারিদের কাছ থেকে ধারালো ছুরি এবং চাকুও উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।
প্রতিবেদন অনুযায়ী, পশ্চিমবঙ্গের মালদা ও মুর্শিদাবাদের সীমান্ত এলাকায় একাধিক অভিযান চালিয়ে বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার চার চোরাকারবারিকে আটক করে। ওই সময় তারা চোরাচালানের প্রস্তুতি নিচ্ছিল।
অপরদিকে বিএসএফের ৮৮ নম্বর ব্যাটিালিয়ন পান্নাপুর সীমান্ত আউটপোস্ট থেকে তিনজনকে আটক করে। ওই তিনজনই বিএসএফের পোশাক পরা ছিলেন। তাদের সঙ্গে ছিল ধারালো ছুরি ও চাকু। এছাড়া তাদের সঙ্গে নকল প্লাস্টিকের বন্দুকও ছিল।
আটকরা ভারত থেকে বাংলাদেশে গরু পাচারের চেষ্টা করছিল। ওই সময় ওই চোরাকারবারিদের কাছ থেকে দুটি মহিষও জব্দ করে বিএসএফ। এছাড়া আরেক চোরকারবারিকে ৮৯৭ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। ওই সময় বেশ কয়েকজন পালিয়ে যান। ফেনসিডিলসহ যাকে আটক করা হয়েছে তিনি বাংলাদেশি নাগরিক বলে দাবি বিএসএফের।
জব্দকৃত মালামালসহ আটক চোরাকারবারিদের যথাযথ কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছে সীমান্তরক্ষী বাহিনীটি।