| |
               

মূল পাতা সারাদেশ রাজধানী ঐতিহ্যবাহী জামিয়া নূরিয়ার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত


ঐতিহ্যবাহী জামিয়া নূরিয়ার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত


শেখ আশরাফুল ইসলাম     07 December, 2024     04:37 PM    


হাফেজ্জী হুজুর (রহ.) প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী জামিয়া নূরিয়া কামরাঙ্গীরচরের বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (৬ ডিসেম্বর) নূরিয়া মাদরাসার প্রাঙ্গণে এই মহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জামিয়ার মহাপরিচালক আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী। 

মাহফিলে বয়ান করেন, মুফাসসিরে কুরআন মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী, হাটহাজারি মাদরাসার মহাপরিচলক মাওলানা খলিল আহমাদ কোরাইশী কাসেমী, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান প্রমুখ।

মাহফিলে জামিয়া নূরিয়া থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে হিফজুল কুরআন, দাওরায়ে হাদীস (মাস্টার্স) ও তাখাসসুস ফিল ফিকাহ (ইফতাহ) থেকে ফারেগীন ছাত্রদের সম্মাননা পাগড়ি প্রাদান করা হয়। সেই সাথে পুরষ্কার প্রদান করা হয় ২০২৩-২৪ শিক্ষাবর্ষে বেফাকুল মাদারিসিল আরাবিয়া (বেফাক) থেকে মেধাস্থান অর্জন করা ছাত্রদের। 

এ বছর জামিয়া নূরিয়া কামরাঙ্গীরচর থেকে ৮৩ জন শিক্ষার্থী হাফেজে কুরআন, ৪১ জন মাওলানা ও ১৯ জন মুফতী হয়েছেন। 

২০২৩-২৪ শিক্ষাবর্ষে বেফাকুল মাদারিসিল আরাবিয়ার (বেফাক) কেন্দ্রীয় পরীক্ষায় নূরিয়া থেকে মাধাস্থান অর্জন করেছেন ২৯ জন শিক্ষার্থী।

মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী ও মাওলানা সানাউল্লাহ হাফেজ্জীর ব্যবস্থাপনায় এবং মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা ইলিয়াস মাদারীপুরী, মাওলানা সুলতান মহিউদ্দিন ও মাওলানা আবুল হাসান কাসেমীর সঞ্চালনায় মাহফিলে আরও বক্তব্য রাখেন, মাওলানা আনযার শাহ, মাওলানা সাঈদুর রহমান, মাওলানা মুসা বিন ইযহার, মাওলানা ইউসুফ সাদেক হাক্কানি, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জীসহ আরও অনেকেই। 


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা