মূল পাতা জাতীয় নির্বাচন কমিশন ইসির সম্মেলন কক্ষ থেকে সরিয়ে ফেলা হলো শেখ মুজিবের ছবি
রহমত নিউজ 24 November, 2024 10:43 PM
শপথ গ্রহণ শেষে নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন ও চারজন নির্বাচন কমিশনার (ইসি) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে যান রোববার (২৪ নভেম্বর) দুপুরের পরে। সেখানে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনাররা বেলা সাড়ে তিনটায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে সৌজন্য বিনিময় করেন।
সৌজন্য বিনিময় শুরুর আগেই কক্ষটিতে আগে থেকে টানানো শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলা হয়। পরে সৌজন্য সাক্ষাতে সাংবাদিকদের সঙ্গে নানা ইস্যুতে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনাররা।
এর আগে, সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ রোববার (২৪ নভেম্বর) বেলা দেড়টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সিইসি ও চার কমিশনারকে শপথবাক্য পাঠ করান।
চার কমিশনার হলেন- সাবেক অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমান মাসুদ, সাবেক যুগ্ম সচিব তাহমিদা আহমদ ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
এর আগে সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন সিইসি হিসেবে অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনকে নিয়োগ দেন। অন্য চার জনকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশ অনুসারে মন্ত্রিপরিষদ বিভাগ ২১ নভেম্বর নিয়োগসংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে।