| |
               

মূল পাতা সারাদেশ রাজধানী টানা ৮ ঘণ্টা পর ফার্মগেট মানসী প্লাজার আগুন নিয়ন্ত্রণে


টানা ৮ ঘণ্টা পর ফার্মগেট মানসী প্লাজার আগুন নিয়ন্ত্রণে


রহমত নিউজ     23 November, 2024     10:07 PM    


টানা ৮ ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর ফার্মগেটের মানসি প্লাজা নামের একটি বণিজ্যিক ভবনে লাগা আগুন। বিকাল ৫টা ১০ মিনিট নাগাদ ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে শনিবার (২৩ নভেম্বর) সকাল ৯টা ২০ মিনিটের দিকে আগুন লাগার ঘটনা ঘটে।

বেলা ২টার দিকে আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম। তিনি বলেন, আজ সকাল ৯টা ২০ মিনিটের দিকে ফার্মগেটের মানসি প্লাজা নামে একটি ভবনের বেজমেন্টে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে আগুন নিয়ন্ত্রণে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ভবনটির বেজমেন্টে মার্কেন্টাইল ব্যাংকের প্রচুর নথিপত্র রয়েছে। আগুনে এসব নথিপত্র পুড়ছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

লিমা খানম বলেন, বেজমেন্টে রাখা বিভিন্ন জিনিসপত্র ওই জায়গা থেকে আগুন লাগতে পারে। পরে আস্তে আস্তে সেটি বেড়ে যায়। এই পর্যন্ত মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এদিকে ছোট এই আগুনের ঘটনা হলেও নিয়ন্ত্রণে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের কর্মীদের।

এ বিষয়ে জানতে চাইলে মিডিয়া সেলের দ্বায়িত্বরত এক কর্মকর্তা বলেন, ফার্ম গেইট মানসি প্লাজা ৭ তলা ভবনের বেইজমেন্টে পুরাতন মালামালে আগুন লেগেছে। সকালে আগুন লাগলেও বেজমেন্টে আগুন হওয়ার কারনে চারিদিকে ধোঁয়া আটকে যায়। যার ফলে তখন ভেতরে প্রবেশ করে আগুন নির্বাপন সম্ভব হয়নি। তখনও ৫টি ইউনিট অগ্নিনির্বাপণে কাজ করছে বলেে জানিয়েছিলেন তিনি।

এ ঘটনায় এখন পর্যন্ত কোন হতাহত নেই বলেও জানায় এই কর্মকর্তা।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা