| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব ভারতের মুম্বাইয়ে তালেবানের কনসাল নিয়োগের ঘোষণা


ইকরামুদ্দিন কামিল : মুম্বাইয়ের আফগান কনস্যূলেটে তালেবান নিযুক্ত কনসাল

ভারতের মুম্বাইয়ে তালেবানের কনসাল নিয়োগের ঘোষণা


মুসলিম বিশ্ব ডেস্ক     13 November, 2024     09:53 AM    


আফগানিস্তানের বৈধ শাসক হিসেবে আন্তর্জাতিক বিশ্বের স্বীকৃতি না পাওয়া সত্ত্বেও ৪০ টি দেশে কুটনৈতিক মিশন চালু করে ফেলা তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ঘোষণা নতুন চমক সৃষ্টি করেছে। এবার প্রথমবারের মতো ভারতের মুম্বাইয়ে কনসাল (দূত) নিয়োগের ঘোষণা দিয়েছে তারা।

মঙ্গলবার (১২ নভেম্বর ২০২৪) তালেবান সরকারের উপপরাষ্ট্রমন্ত্রী শের মুহাম্মদ আব্বাস স্টানিকজাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক সংক্ষিপ্ত পোস্টে ড. ইকরামুদ্দীন কামিলকে মুম্বাইয়ের আফগান কনস্যূলেটে ভারপ্রাপ্ত কনসাল বলে উল্লেখ করেন।

আফগানিস্তানের শীর্ষস্থানীয় গণমাধ্যম তোলো নিউজ, বাখতার নিউজ এজেন্সি এবং তালেবানের অফিসিয়াল ওয়েবসাইট আলইমারাহ ইংলিশেও আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে এ বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে রবিবার (১০ নভেম্বর ২০২৪) ভারতীয় গণমাধ্যম ‘দ্য সানডে গার্ডিয়ান’ জানায়, দিল্লী ও কাবুলের মধ্যে আনুষ্ঠানিক কুটনৈতিক সম্পর্ক স্থাপনের পথে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে ভারত সরকার সম্ভবত মুম্বাইয়ের আফগান কনস্যূলেটে একজন প্রতিনিধি নিয়োগের জন্য তালেবান নেতৃত্বাধীন সরকারের  অনুরোধটি গ্রহণ করতে যাচ্ছে।

তালেবানের নিয়োগকৃত কনসাল ইকরামুদ্দিন কামিল ভারতে অবস্থিত সাউথ এশিয়ান ইউনিভার্সিটি থেকে পিএইচডি সম্পন্ন করেছেন। আশরাফ গনি সরকারের পতনের পর, তিনি আফগানিস্তানে ফিরে যান এবং তালেবানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ শুরু করেন।

উল্লেখ্য গত সপ্তাহে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাকিস্তান-আফগানিস্তান-ইরান  বিভাগের যুগ্ম সচিব জে পি সিং এর নেতৃত্বাধীন একটি ভারতীয় প্রতিনিধি দল তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা উমরের ছেলে এবং আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মোল্লা ইয়াকুব, পররাষ্ট্রমন্ত্রী মৌলভী আমির খান মুত্তাকী, সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সাথে ধারাবাহিক বৈঠক করেন। তালেবানের সাথে এটি ছিল ভারতীয় প্রতিনিধিদলের ৪র্থ বৈঠক।  প্রথমটি হয়েছিল ২০২২ এর জুন মাসে, দ্বিতীয়টি অনুষ্ঠিত হয় একই বছরের অক্টোবরে এবং তৃতীয়টি চলতি বছরের মার্চ মাসে। ধারণা করা হচ্ছে, ধারাবাহিক এসব বৈঠকের ফলাফল হিসেবে কনসাল নিয়োগের ঘোষণাটি এল।