| |
               

মূল পাতা জাতীয় পেঁয়াজ আমদানিতে শুল্ক প্রত্যাহার করল এনবিআর


পেঁয়াজ আমদানিতে শুল্ক প্রত্যাহার করল এনবিআর


রহমত নিউজ     07 November, 2024     11:17 AM    


দাম কমাতে পেঁয়াজ আমদানির ওপর বিদ্যমান আমদানি শুল্ক এবং রেগুলেটরি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 

বুধবার (৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পেঁয়াজের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ও সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে আমদানি পর্যায়ে থাকা মোট করভার ১০ শতাংশের পুরোটাই প্রত্যাহার করা হলো। এর ফলে আমদানির ক্ষেত্রে আর কোনো প্রকার কোনো প্রকার শুল্ক কর থাকল না থাকল না। এতে পেঁয়াজ আমদানি বাড়বে। স্থানীয় পর্যায়ে বাজারে সরবরাহও বাড়বে। তাতে পেঁয়াজের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে। 

ঢাকার কয়েকটি খুচরা বাজারে দেখা গেছে, দেশি ভালো মানের পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকা দরে। এছাড়া ভারতীয় পেঁয়াজের কেজি ১১০ থেকে ১১৫, তুরস্ক ও নেদারল্যান্ডের পেঁয়াজের কেজি ৭৫ থেকে ৮৫ টাকা দরে বিক্রি হচ্ছে।