| |
               

মূল পাতা সারাদেশ রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ সফল করার আহ্বান বৃহত্তর উত্তরা ওলামা পরিষদের


সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ সফল করার আহ্বান বৃহত্তর উত্তরা ওলামা পরিষদের


রহমত নিউজ     04 November, 2024     01:52 PM    


আগামীকাল ৫ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দেশের শীর্ষস্থানীয় ওলামা-মাশায়েখের উদ্যোগে তাবলীগ,কওমি মাদরাসা এবং দ্বীন রক্ষার লক্ষ্যে অনুষ্ঠিতব্য ইসলামী মহাসম্মেলন সফল করার আহ্বান জানিয়েছেন বৃহত্তর উত্তরার সাত থানার আলেমদের সম্মিলিত প্লাটফর্ম বৃহত্তর উত্তরা ওলামা পরিষদ।

সোমবার (৪ নভেম্বর) সকালে উত্তরা বাইতুল মুমিন মাদরাসা মিলনায়তনে বৃহত্তর ওলামা পরিষদ-এর এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান তারা।

বক্তারা বলেন, দাওয়াত ও তাবলীগের শান্তিপূর্ণ কাজে বিশৃংখলা তৈরির জন্য মাওলানা সাদ সাহেবের অনুসারীরা তাকে ইজতেমায় আনা এবং প্রথম পর্বে ইজতেমা করার পায়তারা করছে।
এসব বিষয় সামনে রেখে দেশের নতুন পরিস্থিতিতে দাওয়াত ও তাবলিগের মেহনত, কওমি মাদরাসাগুলোর হেফাজত ও দ্বীনি জিম্মাদারী আরো সুচারুরূপে রক্ষণাবেক্ষণের লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় ওলামা-মাশায়েখদের আহ্বানে আগামীকাল ৫ নভেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে ঐতিহাসিক এক ইসলামী মহাসম্মেলন।
 
তারা বলেন, মঙ্গলবারের ইসলামী মহাসম্মেলন সফল করার মধ্য দিয়ে আমাদের ঐক্যবদ্ধ জোরালো অবস্থান ও সিদ্ধান্তের জানান দিতে হবে। সাংবিধানিকভাবে ধর্মীয় শিক্ষা গ্রহণের স্বাধীনতা সকল নাগরিকের রয়েছে। এখানে অযাচিত হস্তক্ষেপ করতে কাউকে সুযোগ দেওয়া হবে না। আমাদের সামনে বৃহৎ প্রতিবেশী হিন্দু অধ্যুষিত ভারতের কওমি মাদ্রাসা পরিচালনা পদ্ধতির নজির রয়েছে।

মহাসম্মেলনে দেশের শীর্ষস্থানীয় আলেমগণ উপস্থিত থেকে ধর্মপ্রাণ সবাইকে সুচিন্তিত দিক-নির্দেশনা দেবেন বলেও জানান তারা।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা