| |
               

মূল পাতা জাতীয় অর্থনীতি আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু


আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু


রহমত নিউজ     19 October, 2024     03:22 PM    


'শারদীয় দুর্গাপূজা' ও লক্ষ্মীপূজা উপলক্ষে আখাউড়া স্থলবন্দর দিয়ে দুই দফায় সাত দিন বন্ধ থাকার পর পুনরায় শুরু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম।

শনিবার (১৯ অক্টোবর) সকাল থেকে মাছ রপ্তানির মধ্য দিয়ে এ বন্দরের আমদানি রপ্তানির কার্যক্রম শুরু হয় বলে নিশ্চিত করেছেন আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া।

তিনি জানান, এর আগে ১০ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে বন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ এবং ১৬ ও ১৭ অক্টোবর লক্ষ্মীপূজারও দুইদিন এবং শুক্রবার সাপ্তাহিক ছুটিসহ সাত দিন বন্ধ ছিল এ বন্দরের ব্যবসায়ী কার্যক্রম। ‘আমদানি-রপ্তানি বন্ধের বিষয়টি ভারতীয় ব্যবসায়ী সংগঠন আমাদের চিঠির মাধ্যমে জানিয়েছেন। আমরাও তাদের আমদানি-রপ্তানি বন্ধ থাকার বিষয়টি চিঠি দিয়ে জানিয়েছি।

আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খাইরুল আলম জানান, শারদীয় দুর্গোৎসব ও লক্ষ্মীপূজায় আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।