রহমত নিউজ 20 September, 2024 02:54 PM
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।
খতিব মুফতী রুহুল আমিন মসজিদে উপস্থিত হলে তার পেছনে নামাজ আদায় করতে অস্বীকৃতি জানায় মুসল্লিরা। এসময় মুফতী রুহুল আমিনের অনুসারীদের সাথে সাধারণ মুসল্লিদের সংঘর্ষও হয়। এতে বেশ কয়েকজন মুসল্লি আহত হয়েছেন।
জানা যায়, এমন পরিস্থিতিতে খতিব মুফতী রুহুল আমিন নামাজ না পড়িয়ে বাধ্য হয়ে মসজিদ ত্যাগ করেন।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা গেছে, বায়তুল মোকাররম মসজিদের খতিব মুফতী রুহুল আমিন সরকার পরিবর্তনের পর প্রথমবারের মতো নামাজ পড়াতে আসেন। গত ১৯ জুলাই থেকে তিনি অসুস্থতার কারণে নামাজ পড়াতে আসেননি। এরই মাঝে তাকে মিডিয়ায় পলাতক উল্লেখ করে নিউজ হয়। তার অবর্তমানে ইসলামিক ফাউন্ডেশনের কয়েকজন কর্মকর্তা ও ইমামগণ দায়িত্ব পালন করছিলেন।