রহমত নিউজ 05 September, 2024 01:06 PM
প্রধান নির্বাচন কমিশনার (সিএসই) হাবিবুল আউয়াল ও তার নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ নির্বাচন কমিশন পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার।
সংবিধান অনুযায়ী পাঁচ বছরের জন্য নির্বাচন কমিশনের দায়িত্ব নির্ধারণ করা থাকলেও মাত্র আড়াই বছরেই বিদায় নিলো কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)।
বৈঠকের পর সিইসি অন্যান্য নির্বাচন কমিশনারদের সাথে সম্মিলিতভাবে নির্বাচন কমিশন সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন, যিনি রাষ্ট্রপতির কাছে তা পৌঁছে দেবেন।
সংবাদ সম্মেলনের সময় সিএসইসহ দুইজন কমিশনার উপস্থিত ছিলেন। অন্য দুজন কমিশনার পদত্যাগ করলেও তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না।
তাদের অনুপস্থিতির বিষয়টি সাংবাদিকরা জানতে চাইলে এ বিষয়ে কোনো সদুত্তর পাওয়া যায়নি।
এর আগে নাম প্রকাশে অনিচ্ছুক ইসির একাধিক সূত্র জানিয়েছিল, কমিশনাররা তাদের প্রস্থানের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করেছেন নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা ইতোমধ্যে অফিসিয়াল কাজে ব্যবহৃত ট্যাব ফিরিয়ে দিয়েছেন। অন্য কমিশনাররা তাদের ব্যক্তিগত জিনিসপত্র অফিস থেকে সরিয়ে নিচ্ছেন বলে জানা গিয়েছিল।