| |
               

মূল পাতা জাতীয় আবারও বাংলাদেশি হাফেজের বিশ্বজয়; আলজেরিয়ায় প্রথম স্থান অধিকার করল হুজাইফা


আবারও বাংলাদেশি হাফেজের বিশ্বজয়; আলজেরিয়ায় প্রথম স্থান অধিকার করল হুজাইফা


রহমত নিউজ     31 August, 2024     11:19 PM    


আবারও বিশ্বের দরবারে বাংলাদেশের পতাকাকে সমুন্নত করেছে বাংলাদেশি হাফেজ। আফ্রিকার দেশ আলজেরিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথমস্থান অধিকার করেছে ১০ বছর বয়সী হাফেজ মুহাম্মাদ হুজাইফা। ক্বারী নাজমুল হাসান পরিচালিত তাহফিজুল কুরআন ওয়াসসুন্নাহ মাদরাসার ছাত্র বিশ্বজয়ী এই হাফেজ।

জানা গেছে, গত ২০ আগস্ট থেকে শুরু হওয়া হিফজুল কুরআন প্রতিযোগিতাটি শেষ হয় ৩০ আগস্ট। এতে অংশগ্রহণে বাংলাদেশ, পাকিস্তান, নাইজেরিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের হাফেজ প্রতিযোগীরা।

প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে নাইজেরিয়ার সুমাইয়া মুদ্দাসসির, তৃতীয় হয়েছে সেনেগালের বিদারা ও চতুর্থস্থান অধিকার করেছে পাকিস্তানের মুহাম্মাদ বাশার।

আলজেরিয়ার আশ-শারুক্ব টিভিতে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বটি প্রচারিত হবে।

হাফেজ মুহাম্মাদ হুজাইফা রংপুর জেলার মনিরুজ্জামানের ছেলে। এর আগে গত রমজান মাসে তানজেনিয়ায় আয়োজিত কুরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছিলো প্রতিভাবান এই হাফেজ।