| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন ভেঙে দেওয়া হলো বেসরকারি স্কুল, কলেজ ও আলিয়া মাদরাসার কমিটি


ভেঙে দেওয়া হলো বেসরকারি স্কুল, কলেজ ও আলিয়া মাদরাসার কমিটি


রহমত নিউজ     20 August, 2024     08:42 PM    


দেশের সব বেসরকারি স্কুল, কলেজ এবং আলিয়া মাদরাসা কমিটি ভেঙে দেওয়া হয়েছে। বেসরকারি এসব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রশাসকদের দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ তৌহিদুল ইসলাম সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিদ্যমান পরিস্থিতিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি পদে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪-এর ৬৮ অনুচ্ছেদ অনুযায়ী নির্দেশনা দেওয়া হলো যে জেলা পর্যায়ে জেলা প্রশাসক অথবা তার মনোনীত প্রতিনিধি, মহানগর এলাকায় বিভাগীয় কমিশনার বা তার মনোনীত প্রতিনিধি ও উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সভাপতির দায়িত্ব প্রদান করা হলো।

পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।