| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব যুদ্ধের অবসান চান হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার


যুদ্ধের অবসান চান হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার


রহমত নিউজ     11 August, 2024     11:04 PM    


ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি এবং যুদ্ধের পুরোপুরি অবসান চান ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান নেতা ইয়াহিয়া সিনওয়ার। ইতোমধ্যে মধ্যস্থতাকারী দেশগুলোকে তিনি বিষয়টি জানিয়েছেন।

রোববার (১১ আগস্ট) এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন।

তবে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি চান কিনা এটি স্পষ্ট নয়। মধ্যস্থতাকারী দেশের এক কর্মকর্তা সিএনএনকে বলেছেন, “কিন্তু কেউ জানে না নেতানিয়াহু কি চায়”। 

সূত্রটি আরও জানিয়েছে, হামাস ও ইসরাইলের যুদ্ধ যেন আঞ্চলিক যুদ্ধে রূপ না নেয় সেজন্য যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হতে ইসরাইলকে আহ্বান জানিয়েছে আমেরিকা।

আগামী বৃহস্পতিবার ১৫ আগস্ট মিসরের রাজধানী কায়রোতে হামাস-ইসরাইল ও মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতিনিধিদের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। মিশর, কাতার এবং আমেরিকা তিন দেশই বলেছে বৃহস্পতিবারের বৈঠকের মাধ্যমেই তাদের একটি সমাধানে পৌঁছাতে হবে।

সূত্র: সিএনএন