রহমত নিউজ 06 August, 2024 10:22 PM
গাজীপুর শহরের মন্দির, সরকারি দপ্তর, জাতীয় সম্পদ ও সংখ্যালঘুদের উপর হামলা ঠেকাতে পাহারা দিচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা।
মঙ্গলবার (৬ আগস্ট) সকালে গাজীপুর মহানগরীর কালীমন্দির, শিববাড়ি মন্দিরে ইসলামী আন্দোলনের সদস্যদের সংগঠনের ইউনিফর্ম পরে ফটকে নিরাপত্তার দায়িত্ব পালন করতে দেখা গেছে।
সংগঠনের গাজীপুর সদর মেট্রো থানার সভাপতি ও গাজীপুর মহানগর কমিটির প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক এস এম ওয়াহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, দলের প্রধানের নির্দেশে সারা বাংলাদেশে জাতীয় সম্পদ রক্ষা ও সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও উপসনালয় পাহারা দেওয়া হচ্ছে। আমরা বাঙালি, সবাই ভাই ভাই।
ওয়াহিদুল বলেন, দেশের এই মুহূর্তে কোনো মহল হিন্দুদের বাড়িতে কিংবা মন্দিরে যাতে হামলা করতে না পারে, সেজন্য আমরা পাহারায় বসেছি। এ ছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের সামনে আমাদের সদস্যরা নিরাপত্তা দায়িত্বে রয়েছেন। কেন্দ্রীয়ভাবে পরবর্তীতে নির্দেশ না দেওয়া পর্যন্ত আমরা এ দায়িত্ব পালন করে যাব।