| |
               

মূল পাতা সারাদেশ জেলা সুনামগঞ্জে মন্দির পাহারায় মাদরাসা শিক্ষার্থীরা


সুনামগঞ্জে মন্দির পাহারায় মাদরাসা শিক্ষার্থীরা


রহমত নিউজ     06 August, 2024     09:32 PM    


ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকে আশঙ্কা করা হচ্ছিল আওয়ামীলীগের নেতাকর্মীরা সংখ্যালঘুদের স্থাপনাগুলোতে হামলা চালাবে। এরই মধ্যে কয়েকটা মন্দিরে হামলার ঘটনাও ঘটেছে। এরই পরিপ্রেক্ষিতে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার মন্দিরের পাহারায় রয়েছেন কওমি মাদরাসার শিক্ষার্থীরা।

এদিকে আজ মঙ্গলবার (৬ আগস্ট) সকাল থেকে জেলা শহরসহ বিভিন্ন উপজেলার খোঁজ নিয়ে জানা গেছে, ১২টি উপজেলার কোথাও কোনো মন্দির বা সংখ্যালঘুদের  উপর হামলা করা হয়নি।

বিশ্বম্ভরপুর উপজেলার বাসিন্দা শামিম মিয়া গণমাধ্যমকে জানান, উপজেলার হিন্দু সম্প্রদায়ের কাউকে হয়রানি করা হচ্ছে না। আর তাদের মন্দিরগুলোও নিরাপদ রয়েছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের সবাই শান্তিপূর্ণ পরিবেশে রয়েছে। 

সাংবাদিক এ আর জুয়েল জানান, সুনামগঞ্জে সংখ্যালঘুদের কারো ওপর হামলা হয়নি। মন্দির ভাঙচুরের ঘটনাও ঘটেনি। রাতে থেকে যা ছড়িয়েছে তা গুজব। সুনামগঞ্জ সম্প্রীতির শহর।

জানা যায়, শুধুমাত্র সুনামগঞ্জ নয়। দেশের প্রায় সর্বত্র মন্দির ও সংখ্যালঘুদের উপর হামলা ঠেকাতে প্রতিরোধ অবস্থান নিয়েছে মাদরাসা শিক্ষার্থীরা।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: সিলেট সুনামগঞ্জ সুনামগঞ্জ সদর