| |
               

মূল পাতা প্রবাস মালয়েশিয়ার বাংলাদেশিসহ ৫৬ অভিবাসী গ্রেপ্তার


মালয়েশিয়ার বাংলাদেশিসহ ৫৬ অভিবাসী গ্রেপ্তার


প্রবাস ডেস্ক     31 July, 2024     02:36 PM    


মালয়েশিয়ার তেরেঙ্গানু জেলায় অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৫৬ অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ। সোমবার (২৯ জুলাই) জেলার হুলু তেরেঙ্গানুর নির্মাণাধীন বাড়িতে অভিযান চালিয়ে এসব অভিবাসীদের গ্রেপ্তার করা হয় বলে অভিবাসন বিভাগ সূত্রে জানা গেছে। তবে এদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছে তা জানা যায়নি।

ইমিগ্রেশন বিভাগের স্টেট ডেপুটি ডিরেক্টর (কন্ট্রোল) মাত আমিন হাসান বলেন, সোমবার সকাল ৯টার দিকে ১৮ থেকে ৪৫ বছর বয়সী বাংলাদেশি, ইন্দোনেশিয়ান, ও মিয়ানমারের নাগরিকসহ মোট ৫৬ জন বিদেশীকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, অভিযানের সময় বিদেশিরা সবাই বাড়ি তৈরির কাজে ব্যস্ত ছিল। গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৯ জন বৈধ ভ্রমণ নথি ছাড়া ও পাসপোর্টের অপব্যবহার করে সময়সীমার বাইরে অবস্থান করছিলেন। কাগজপত্র পরীক্ষার সময় বিষয়টি প্রমাণিত হয়েছে।

এ সময় কিছু বিদেশি পালানোর চেষ্টা করেছিল বলেও জানান তিনি। আরও তদন্তের জন্য ওই ১৯ জনকে আজিল ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।