| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল  হামলা-গ্রেপ্তার চলমান আন্দোলনে নতুন মাত্রা যোগ করবে: ইসলামী আন্দোলন


 হামলা-গ্রেপ্তার চলমান আন্দোলনে নতুন মাত্রা যোগ করবে: ইসলামী আন্দোলন


রহমত নিউজ     29 July, 2024     08:14 PM    


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ মিছিলে পুলিশের হামলা ও গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

আজ (২৯ জুলাই) সোমবার এক প্রতিবাদ বার্তায় তিনি বলেন, ঢাকার সায়েন্স ল্যাব, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৮ নম্বর গেট, প্রেসক্লাব, পল্টন মোড়, উত্তরার বিএনএস সেন্টার, মিরপুরের ইসিবি চত্বর, রামপুরা ও মহাখালী এলাকা থেকে অনেক ছাত্রকে গ্রেপ্তার করে সরকার জনগণের নাগরিক ও মানবাধিকার লঙ্ঘন করেছে। সরকারের নির্দেশে পুলিশ প্রশাসন ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে আজ আবারো হামলা, টিয়ারসেল নিক্ষেপ ও গ্রেপ্তার চলমান আন্দোলনে নতুনমাত্র যোগ করবে।

তিনি অবিলম্বে গ্রেপ্তার কৃত ছাত্রদের মুক্তি এবং ছাত্রদের সকল দাবি দাওয়া মেনে নিতে সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানান।