| |
               

মূল পাতা ইসলাম প্রশ্নোত্তর ছেড়া-ফাটা বা পুরাতন পড়ার অযোগ্য কুরআন শরীফ কী করবেন


ছেড়া-ফাটা বা পুরাতন পড়ার অযোগ্য কুরআন শরীফ কী করবেন


ইসলাম ডেস্ক     19 May, 2024     10:58 AM    


প্রশ্ন :  পবিত্র কুরআন শরীফ মুসলমানদের ধর্মীয় কিতাব। তাই ছিঁড়ে যাওয়া কিংবা পড়ার অযোগ্য কোরআনের পৃষ্ঠাগুলো কী করা উচিত। ছেড়া-ফাটা বা পুরাতন পড়ার অযোগ্য কুরআন শরীফ কী করতে হবে? তা আগুনে পুড়ে ফেলানো জায়েয আছে কি? 


উত্তর : সর্বোত্তম করণীয় হলো, সম্ভব হলে সেই কোরআনকে যে কোনো উপয়ে মেরামত (জোড়া তালি) করে পড়ার যোগ্য করে তোলা। এটি সম্ভব হলে যিনি তা করবেন; তিনি আল্লাহর কাছে থেকে আজর বা প্রতিদান পাবেন। 

শরীয়তের দৃষ্টিতে ছেড়া-ফাটা বা পুরাতন পড়ার অযোগ্য কুরআন শরীফ হিফাজতের সবচেয়ে ভাল নিয়ম হলো: সেগুলোকে কোন পবিত্র কাপড়ে জড়িয়ে গোরস্থানে বা এমন স্থানে দাফন করবে, যেখানে সাধারণতঃ লোকজন চলাফেরা করেনা। যদি কেউ সেগুলো আগুনে পুড়ে ফেলে তাও জায়েয আছে। তবে সেক্ষেত্রে ছাইগুলো পাক পানির মধ্যে মিশিয়ে দেয়া ভাল।

উল্লেখ্য যে, হিফাজতের নিয়্যতে ছেড়া- ফাটা কুরআন শরীফ পুড়ে ফেললে তাতে কোন গুনাহ্ হবে না।

সূত্র, ইমদাদুল ফাতওয়া- ৪/৫৫