| |
               

মূল পাতা জাতীয় আইন-আদালত ইশরাকের জামিন বাতিল, কারাগারে পাঠানোর নির্দেশ


ইশরাকের জামিন বাতিল, কারাগারে পাঠানোর নির্দেশ


রহমত নিউজ     19 May, 2024     05:59 PM    


রাজধানীর পল্টন থানায় নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

রোববার (১৯ মে) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আস-সামছ জগলুল হোসেন এ আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ বিষয়টি নিশ্চিত করেছেন ।

নাশকতার এ মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন ইশরাক। রোববার আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন বাড়ানোর জন্য আবেদন করেন তিনি। 

শুনানি শেষে আদালত তার জামিন বাড়ানোর আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

চলতি বছরের ২৯ ফেব্রুয়ারি নাশকতার ১২ মামলায় ইশরাক হোসেন উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পান। আজ জামিন শেষে মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের সময় বাড়ানোর জন্য আবারও আবেদন করেন ইশরাক। আদালত তা নাকচ করে। 

এর আগে গেলো বছরের ২৮ অক্টোব বিএনপির ডাকা মহাসমাবেশে সহিংসতার ঘটনাকে কেন্দ্র ইশরাক হোসেনের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় নাশকতার অভিযোগে ১২টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে রাজধানীর পল্টন থানার সাতটি, রমনা মডেল থানায় তিনটি ও মতিঝিল থানায় হয়েছে দুইটি মামলা।