| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল ‘তাগুতী ও কুফরী ব্যবস্থার কারণে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত’


‘তাগুতী ও কুফরী ব্যবস্থার কারণে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত’


রহমত নিউজ     01 May, 2024     06:26 PM    


বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, ইসলাম শ্রমিকদের অধিকার নিশ্চিত করেছে। আল্লাহর রাসূল শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তার পরিশ্রমিক পরিশোধ করার তাগিদ দিয়েছেন। আজকে বিশ্বব্যাপী তাগুতী ও কুফরী ব্যবস্থার কারণে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। খেলাফত রাষ্ট্র ব্যবস্থাই শ্রমিকদের অধিকার নিশ্চিত করবে। সুতরাং আমাদের খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামে শরীক হতে হবে।

আজ (০১ মে) বুধবার পুরানা পল্টনস্থ দারুল খিলাফাহ মিলনায়তনে বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত শ্রমিক দিবসের র‌্যালি পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা জালালুদ্দীন আরও বলেন, জিনিস পত্রের দাম যেভাবে বেড়েছে একজন শ্রমিকের বেতন সেভাবে বাড়েনি বর্তমান বেতন কাঠামো একজন শ্রমিকের জীবন চালানো বড়ই কঠিন। সুতরাং শ্রমিকদের নূন্যতম পঁচিশ হাজার টাকা মুজুরী নির্ধারণ করতে হবে।

সংগঠনের কেন্দ্রীয় উচ্চতর পরিষদের সদস্য ও ঢাকা মহানগর ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মাওলানা শরীফুজ্জামান জসিমের সভাপতিত্বে ও সদস্য সচিব মওলানা আবু হানিফ নোমানের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের কেন্দ্রীয় আহ্বায়ক মুফতি শরাফত হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সদস্য সচিব মাওলানা আবু সাঈদ নোমান, উচ্চতর পরিষদ সদস্য মাওলান আজিজুর রহমান হেলাল, বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা সানাউল্লাহ আমিনী, ইসলামী ছাত্র মজলিসের সেক্রেটারী জেনারেল মুহাম্মদ আশিকুর রহমান জাকারিয়া, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস ঢাকা মহানগর দক্ষিণের যুগ্মআহ্বায়ক মুহাম্মদ ইব্রাহীম খলীল, বংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের প্রচার সম্পাদক হাফেজ দেলোয়ার হোসাইন। 

আলোচনা সভা শেষে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি শুরু করে দৈনিক বাংলা হয়ে বায়তুল মোকাররম উত্তর গেটে এসে শেষ হয়।