| |
               

মূল পাতা জাতীয় আবহাওয়া কাল থেকে আরও বাড়তে পারে তাপমাত্রা


কাল থেকে আরও বাড়তে পারে তাপমাত্রা


রহমত নিউজ     23 April, 2024     02:00 PM    


কয়েকদিনের তাপপ্রবাহে হাঁসফাঁস অবস্থা। তীব্র গরমে ওষ্ঠাগত জনজীবন। বৃষ্টি ছাড়া এমন পরিস্থিতি থেকে পরিত্রাণ মিলবে না। এই তীব্র গরমের মধ্যেই দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস। আগামীকাল (২৪ এপ্রিল) বুধবার থেকে তাপমাত্রার পারদ আরও বাড়তে পারে বলেও জানানো হয়েছে।

আবহাওয়া অধিদফতরের উপপরিচালক আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, বৃষ্টিপাত হলে তাপমাত্রা কমে আসবে। আগামীকাল থেকে তাপমাত্রা আরও বাড়তে পারে। তিনি বলেন, চলতি মাসে তাপপ্রবাহ খুব কমে যাবে এমন সুখবর নেই। তবে কিছুটা কমবেশি হতে পারে। শক্তিশালী কালবৈশাখী ঝড় হলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও জানান তিনি।

আবহাওয়া অফিস জানিয়েছে, রাজশাহী, খুলনা, বাগেরহাট, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও যশোরের ওপর দিয়ে বয়ে যাবে তীব্র তাপপ্রবাহ। ঢাকা, রংপুর, বরিশাল, রাজশাহী ও খুলনা বিভাগ এবং ময়মনসিংহ, মৌলভীবাজার ও রাঙ্গামাটির ওপর দিয়ে বয়ে যাবে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। অবশ্য সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হলেও তাপ খুব বেশি কমার কোনো সম্ভাবনা নেই বলছেন আবহাওয়াবিদরা।