| |
               

মূল পাতা আন্তর্জাতিক ভারতের বিভিন্ন প্রদেশে ঈদুল ফিতর উদযাপন


ভারতের বিভিন্ন প্রদেশে ঈদুল ফিতর উদযাপন


আন্তর্জাতিক ডেস্ক     11 April, 2024     09:05 PM    


দিল্লি, পশ্চিমবঙ্গসহ ভারতের বেশিরভাগ প্রদেশে আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। কলকাতার রেডরোডে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া মালদা, হুগলি, বর্ধমান, মুর্শিদাবাদসহ বিভিন্ন অঞ্চলে অনুষ্ঠিত হয় ঈদ জামাত। এরমধ্যে রেডরোডে ঈদ উৎসবে সামিল হয়েছেন কলকাতার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

আর ১৭ শতকে নির্মিত নয়াদিল্লির ঐতিহ্যবাহী জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন হাজার হাজার হাজার মুসল্লি। ঈদ জামাত উপলক্ষ্যে মসজিদ প্রাঙ্গণে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। একসাথে নামাজ আদায় করতে পেরে খুশি দিল্লির মুসলিমরা।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ব্রুনাইয়েও আজ ঈদ উদযাপিত হয়েছে। একইদিন নেপালেও ঈদ উদযাপন করছেন প্রায় ১৫ লাখ মুসলিম।

এর আগে, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন পশ্চিমা দেশে বুধবার উদযাপিত হয় ঈদ। দেশগুলোর ঈদ উৎসবে সামিল হয়েছিলেন প্রবাসী বাংলাদেশিরাও।