মূল পাতা রাজনীতি আওয়ামী লীগ কুকি চিন যোদ্ধাদের ভাড়া করছে বিএনপি: গণপূর্তমন্ত্রী
রহমত নিউজ 06 April, 2024 09:12 PM
দেশের স্থিতিশীলতাকে নস্যাত করার জন্য বিএনপি কুকি চিন যোদ্ধাদের ভাড়া করে সীমান্তে অস্থির অবস্থা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
শনিবার (৬ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদ মিলনায়তনে সাধারণ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি।
বিএনপির ভারত বিরোধিতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, অনেক দিন ধরেই তারা এ ধরণের রাজনীতি করছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানকে পরাজিত করতে সাহায্য করে ভারত অকৃত্রিম ভূমিকা পালন করেছে। সুতরাং ভারত বিরোধিতা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তির একটি কৌশল। বিএনপির ভারত বিরোধিতা ধোঁকাবাজি ছাড়া আর কিছুই নয়।
মন্ত্রী আরও বলেন, এই ঈদেও বিএনপির নেতাকর্মীরা ভারতীয় পণ্য ব্যবহার করবে। তারা ঈদে যে সমস্ত মসলা ব্যবহার করবে এর শতকরা ৯০ ভাগ মসলা ভারত থেকে আসবে। ভারতীয় মসলা ছাড়া তাদের চলবে না।
এর আগে মন্ত্রী বিজয়নগর উপজেলার দশটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি এলাকার সার্বিক খোঁজখবর নেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার জন্য স্থানীয় প্রশাসন জনপ্রতিনিধিসহ সবার প্রতি আহ্বান জানান তিনি। পরে মন্ত্রী ১৭০ জন সাধারণ মানুষের মাঝে ঈদ সামগ্রী চাল, ডাল, সেমাই, দুধ, চিনি, ছোলাসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেন।