| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন ৮ বছর বয়সেই পবিত্র কুরআন মুখস্থ করলো কাজী নাবিদ


বাবার সাথে নাবিদ

৮ বছর বয়সেই পবিত্র কুরআন মুখস্থ করলো কাজী নাবিদ


বেলায়েত হুসাইন     03 February, 2024     05:25 PM    


মাত্র ৮ বছর বয়সেই হাফেজ হয়েছে ছোট্টি এক শিশু। শিশুটির নাম কাজী নাবিদ। তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোলাবাড়িয়া গ্রামে। বাবার নাম কাজী নিয়ামতুল ইসলাম।

রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় অবস্থিত কওমি মাদরাসা ‘মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহ ঢাকা’র হিফজ বিভাগের শিক্ষার্থী নাবিদ। এই বিভাগ থেকেই সে পবিত্র কোরআনের হাফেজ হয়েছে।

হিফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ আবু জর ও সহকারী শিক্ষক হাফেজ নাহিদুল ইসলামসহ প্রতিষ্ঠানটির সকল শিক্ষক কাজী নাবিদের হিফজ সম্পন্ন হওয়ায় বেশ উচ্ছ্বসিত।

গতকাল শুক্রবার রাতে কাজী নাবিদসহ আরো পাঁচজন ক্ষুদে হাফেজ এবং ইফতা ও উলুমুল হাদিস সম্পন্নকারী ৩০ জন আলেমকে বিশেষ সংবর্ধনা দেয় মারকাযুদ দিরাসাহ। এ উপলক্ষে আয়োজিত মাহফিলে তাদের সবাইকে সম্মাননা পাগড়ি পরিয়ে দেন প্রতিষ্ঠানটির আমন্ত্রিত অতিথিরা।

এখানকার মুহতামিম মুফতী মামুন আব্দুল্লাহ কাসেমী সদ্য হিফজ সম্পন্নকারী ক্ষুদে হাফেজ ও সংবর্ধিত আলেমদের শুভকামনা জানিয়েছেন। পাশাপাশি তার পরিচালিত মাদরাসার জন্যও দেশবাসীর কাছে বিশেষ দোয়া চেয়েছেন।