| |
               

মূল পাতা আন্তর্জাতিক এশিয়া গাজায় ২৪ ঘন্টায় ইসরাইলি হামলায় ১৩৫ জন নিহত


সংগৃহীত

গাজায় ২৪ ঘন্টায় ইসরাইলি হামলায় ১৩৫ জন নিহত


রহমত নিউজ     13 January, 2024     11:27 PM    


ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত ২৪ ঘন্টায় ১৩৫ জন ফিলিস্তিনীকে হত্যা করেছে দখলদার ইসরাইলি বাহিনী। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

শনিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত ইসরাইলি হামলায় অন্তত ১৩৫ জন নিহত, ৩১২ জন আহও হয়েছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়সূত্রে জানিয়েছে সংবাদ মাধ্যমটি।

এদিকে পশ্চিম তীরে অবৈধ অনুপ্রবেশকারী এক ইহুদীর গুলিতে এক ফিলিস্তিনী কিশোর নিহত হয়েছে।

গাজার মিডিয়া অফিস জানিয়েছে, আল আক্বসা শহীদ হাসপাতালের জেনারেটর চালানোর মতো জ্বালানী নেই। ফলে গুরুতর আহত ব্যক্তিদের আইসিইউ তে রাখা সম্ভব হচ্ছেনা।

৭ অক্টোবরের পর ইসরাইলি হামলায় অন্তত ২৩ হাজার ৮শ মানুষের মৃত্যু হয়েছে। ৬০ হাজারের অধিক মানুষ আহত হয়েছে। এছাড়া, কয়েক হাজার মানুষ নিখোঁজ রয়েছে।