| |
               

মূল পাতা রাজনীতি জাতীয় পার্টি জাতীয় পার্টির নির্বাচনী ইশতেহার ঘোষণা


জাতীয় পার্টির নির্বাচনী ইশতেহার ঘোষণা


রহমত নিউজ     21 December, 2023     01:27 PM    


জাতীয় পার্টি (জাপা) ২৪ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু দলের পক্ষ থেকে এ ইশতেহার ঘোষণা করেন।

জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

জানা যায়, জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের তত্ত্বাবধানে এবারের ইশতেহার চূড়ান্ত করেছে দলটি।

 ইশতেহারে যা রয়েছে-
১। প্রাদেশিক ব্যবস্থা পরিবর্তন 
২।  নির্বাচন পদ্ধতির সংস্কার
৩। পূর্ণাঙ্গ উপজেলা ব্যবস্থা প্রবর্তন
৪। সুশাসনের বাংলাদেশ
৫। বিচার বিভাগের স্বাধীনতা এবং মামলা জটের অবসান
৬। শিক্ষিত/অশিক্ষিত বেকার যুবকদের জন্য কর্মসংস্থান 
৭। স্বাস্থ্য সেবা সম্প্রসারণ 
৮। শিক্ষা পদ্ধতির সংশোধন 
৯। ইসলামী আদর্শ ও ধর্মীয় মূল্যবোধ 
১০। সন্ত্রাস দমন ও মাদকের বিস্তার রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ
১১। সর্বোচ্চ ভর্তুকি দিয়ে কৃষকের কল্যাণ সাধন
১২। খাদ্য নিরাপত্তা
১৩। নদী সংরক্ষণ ও ভাঙন রোধে যথাযথ পদক্ষেপ গ্রহণ
১৪। জ্বালানি ও বিদ্যুতখাতে স্থিতিশীলতা বজায় রাখা
১৫। শিল্প ও অর্থনৈতিক অগ্রগতি সাধন
১৬। ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর স্বার্থ সংরক্ষণ
১৭। পররাষ্ট্র নীতিতে সকলের সাথে বন্ধুত্ব
১৮। নারী সমাজের কল্যাণ সাধন
১৯। জলবায়ু পরিবর্তন ও নবায়নযোগ্য জ্বালানি
২০। আর্থিক প্রতিষ্ঠান,  মুদ্রানীতি ও রাজস্বনীতির সংস্কার
২১। গুচ্ছগ্রাম পথকলি ট্রাস্টের পুনঃপ্রতিষ্ঠা
২২। রেশনিং ব্যবস্থা চালু
২৩। যোগাযোগ ব্যবস্থার সংস্কার ও
২৪। অভিবাসন

ইশতেহার সভায় চুন্নু আরও বলেন, জনগণের কাছে ন্যূনতম চাহিদা আছে, ভিত্তি আছে বলেই অপরাপর দলগুলো জাতীয় পার্টির সাথে সমঝোতা করতে চায়।