মূল পাতা জাতীয় নির্বাচন কমিশন চাইলে যে কোনো দল নির্বাচন বয়কট করতে পারে : সিইসি
রহমত নিউজ 20 December, 2023 07:40 PM
যেকোনো দল চাইলে নির্বাচন বয়কট করতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, অনেকে ভোটারদের বলতে পারে আপনারা ভোট কেন্দ্রে যাবেন না। কিন্তু কেউ যদি হুমকি দিয়ে নির্বাচন হতে দেবে না বলে তবে তা অসাংবিধানিক। শান্তিপূর্ণভাবে মতামত প্রকাশে কোনো বাধা দিচ্ছে না কমিশন।
বুধবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সিইসি একথা বলেন।
তিনি আরও বলেন, এবারের নির্বাচন শুধু অংশগ্রহণমূলক নয় ব্যাপকভাবে অংশগ্রহণমূলক হচ্ছে। আওয়ামী লীগের দলীয় ও স্বতন্ত্র প্রার্থীসহ প্রায় ২৭টি দল নির্বাচনে অংশ নিচ্ছে। প্রার্থীদের সাথে মতবিনিময় করে নির্বাচনী আচরণ বিধি মেনে চলার বিষয়ে আলোচনা হয়েছে। প্রার্থীদের বলা হয়েছে আপনারা আইন মেনে চললে ভোটাররাও উদ্বুদ্ধ হবে।
এর আগে সকাল ১০টায় সার্কিট হাউজে রাজশাহী জেলার ৬টি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার।