রহমত নিউজ 19 December, 2023 07:13 PM
বেশিরভাগ রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে থাকে বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। তিনি বলেন, বঙ্গবন্ধুই সংবিধানে ধর্মনিরপেক্ষতা অন্তর্ভুক্ত করেছিলেন। রাজনীতিতে কেউ যাতে ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার না করতে পারে- সে বিষয়ে তিনি পরিষ্কার ছিলেন। অথচ বেশিরভাগ রাজনৈতিক দল ই ধর্মকে ব্যবহার করে থাকে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের মুজিব মঞ্চে গৌরবদীপ্ত বিজয়’ শীর্ষক মহান বিজয় দিবস ২০২৩ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপাচার্য আরও বলেন 'একটা দেশের মহান স্থপতি ও জাতির পিতাকে হত্যা করা, পৃথিবীর সবচেয়ে নিন্দনীয় ন্যক্কারজনক ঘটনা। ২৫ মার্চ রাতে বঙ্গবন্ধুই প্রথমে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন পরবর্তীতে এই ঘোষণা কেউ বেতারে পাঠ করেন, এসকল বিষয়ে আমাদের শিক্ষার্থীদের মাঝে ধোঁয়াশা তৈরি করে রাখা হয়েছিল। বর্তমান প্রজন্মকে সঠিক ইতিহাস জানতে হবে।'