| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল তেজগাঁওয়ে ট্রেনে আগুন: আল্লামা আতাউল্লাহ হাফেজ্জীর প্রতিবাদ


তেজগাঁওয়ে ট্রেনে আগুন: আল্লামা আতাউল্লাহ হাফেজ্জীর প্রতিবাদ


রহমত নিউজ     19 December, 2023     04:42 PM    


রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে চারজন নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান।

আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী বলেন, আগুন দিয়ে মানুষ হত্যা করা কোনো ভাবেই মেনে নেয়া যায় না। তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তরা যেভাবে আগুনে পুড়ি মানুষ হত্যা করেছে তা কনোভাবেই গ্রহণযোগ্য নয়।  আমরা ঘৃণাভরে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।  যারা এ ধরনের আগুন সন্ত্রাসে মেতে উঠেছে অনতিবিলম্বে তাদের আইনে আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাই।

আইন-শৃঙ্খলা বাহিনীর সমালোচনা করে দেশের শীর্ষ এই আলেম বলেন, দেশের মানুষের জান-মালের নিরাপত্তার দায়িত্ব আইন-শৃঙ্খলা বাহিনীর। চলমান পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের পরও কীভাবে এমন একটি দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখতে  হবে। মানুষের জান-মালের নিরাপত্তায় আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী ট্রেনে আগুন দেয়ার ঘটনায়  নিহত চারজনের রূহের মাগফিরাত কামনা করেন। এবং তাদের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য, নেত্রকোনা থেকে ছেড়ে আসে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোর ৫টার দিকে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে ছাই হয়ে যায় ট্রেনের তিনটি কোচ। এ ঘটনায় এখন পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।