| |
               

মূল পাতা রাজনীতি আওয়ামী লীগ আ.লীগের ওপর দেশের ৭০ ভাগ মানুষের আস্থা আছে : হানিফ


ফাইল ছবি

আ.লীগের ওপর দেশের ৭০ ভাগ মানুষের আস্থা আছে : হানিফ


রহমত নিউজ     17 October, 2023     10:26 PM    


আওয়ামী লীগ সরকারের ওপর দেশের ৭০ ভাগ মানুষের আস্থা আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

মঙ্গলবার (১৭ অক্টোবর) কুষ্টিয়া শহরের পিটিআই রোডের নিজবাসায় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

হানিফ বলেন, আওয়ামী লীগ কখনও ভোট চুরি করে না। আওয়ামী লীগের বিষয়ে প্রশ্ন করার আগে বিএনপি নেতাকর্মীদের নিজেদের চেহারা আয়নায় দেখা উচিত।

তিনি বলেন, সরকার পতনের আল্টিমেটাম দিয়ে বিএনপির কোনো লাভ হয়নি। তার আগেও বহুবার এমন আল্টিমেটাম দিয়েছে। তাদের আল্টিমেটাম নিয়ে সরকার ভাবছে না। কারণ, আওয়ামী লীগের ওপর দেশের ৭০ ভাগ মানুষের আস্থা আছে।

সরকার বিএনপির হুমকিতে ভয় পায় না জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতা ও নাশকতামূলক কোনো কর্মকাণ্ড করলে কঠোরভাবে দমন করা হবে।

হানিফ বলেন, বিএনপির জন্মই হয়েছে অবৈধ পন্থায়। যে দলের নেতা ও নেত্রী অর্থ আত্মসাৎ এবং দুর্নীতির মামলায় জেলে রয়েছেন সেই দলের নেতাদের মুখে অন্য দলকে অবৈধ বলা শোভা পায় না।

এ সময় সংবিধান অনুযায়ী নির্বাচন চাইলে যেকোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হতে পারে বলেও জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।