| |
               

মূল পাতা জাতীয় আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের তৃতীয় কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন সম্পন্ন


সভাপতি মাওলানা ক্বারী আবু রায়হান, মহাসচিব শায়খ সাদ সাইফুল্লাহ মাদানী

আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের তৃতীয় কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন সম্পন্ন


রহমত নিউজ ডেস্ক     11 October, 2023     05:27 PM    


আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের তৃতীয় কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনে ২০২৩-২০২৫ সেশনের জন্য মাওলানা ক্বারী আবু রায়হানকে সভাপতি ও শায়খ সাদ সাইফুল্লাহ মাদানীকে মহাসচিব করে ৩৭ বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।

আজ (১১ অক্টোবর) বুধবার সকাল ৯:৩০ মিনিটে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ মোঃ ফরিদুল হক খান এমপি, বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক জনাব মাহবুব হোসেন, (পিপিএম, বার বিপিএম, বার), জামিয়া মাআরিফুল কুরআন, হাজারীবাগের মুহতামিম মাওলানা আহমদ আলী কাসেমী, জামিয়া নূরিয়া কামরাঙ্গীরচরের সিনিয়র মুহাদ্দিস মাওলানা মুজিবুর রহমান হামিদী, মগবাজার টিএনটি মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ উল্লাহ সাদেকী, আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সহ সভাপতি মাওলানা কামাল উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক ও নবনির্বাচিত যুগ্ম মহাসচিব মাওলানা মাসউদুর রহমান, মিডিয়া ব্যাক্তিত্ব মাওলানা মোস্তাফিজ রাহমানী, বকশী বাজার শাহী মসজিদের খতিব মাওলানা জোবায়ের আহমদ কাসেমী, গুলিস্তান পীর ইয়ামনী জামে মসজিদের খতীব মুফতি ইমরানুল বারী সিরাজী, বেগম বাজার জামে মসজিদের খতিব মাওলানা হামিদুল হক, ইকো ছাত্র পরিষদের সভাপতি মাওলানা আরিফুল ইসলাম মাহমুদী, সাধারণ সম্পাদক মাওলানা ইউসুফ বিন শফিক, নিউমার্কেট এরোপ্লেন জামে মসজিদের খতীব মাওলানা সানাউল্লাহ খান, মাওলানা নিজাম উদ্দিন আল আদনান, সিলেট জেলা প্রতিনিধি মাওলানা আব্বাস উদ্দিন প্রমুখ।

এতে সভাপতিত্ব করবেন, আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সভাপতি আল্লামা ক্বারী আবু রায়হান। ২০২১-২০২৩ সেশনের প্রতিবেদন পেশ করেন সংস্থার মহাসচিব শায়খ সাদ সাইফুল্লাহ মাদানী। সঞ্চালনায় ছিলেন অর্থ সম্পাদক মাওলানা আবদুর রহমান মৃধা ও নির্বাহী সভাপতি মাওলানা সালাহউদ্দিন জাহাঙ্গীর ও সিনিয়র সহ-সভাপতি মাওলানা ক্বারী আজহারুল ইসলাম দ্বয়ের লিখিত বক্তব্য পাঠ করেন নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মাওলানা সালমান রহমান।

৩৭ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি : সভাপতি আল্লামা ক্বারী আবু রায়হান, নির্বাহী সভাপতি মাওলানা সালাহ উদ্দিন জাহাঙ্গীর, সিনিয়র সহ সভাপতি মাওলানা ক্বারী আযহারুল ইসলাম, সহ সভাপতি মাওলানা আবদুল আউয়াল খান, মাওলানা ক্বারী মুহাম্মদ ইউসুফ, মাওলানা কামাল উদ্দিন, মুফতি আবদুস সালাম, মাওলানা ক্বারী একেএম ফিরোজ, মহাসচিব শায়খ সাদ সাইফুল্লাহ মাদানী, যুগ্ম মহাসচিব মাওলানা ক্বারী মাসউদর রহমান, মাওলানা ক্বারী সাইদুল ইসলাম আসাদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা ক্বারী সালমান রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ, মাওলানা মোস্তাফিজ রাহমানী, অর্থ সম্পাদক মাওলানা আবদুর রহমান মৃধা, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুহাম্মদ উল্লাহ সাদেকী, সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম শরীয়তপুরী, আন্তর্জাতিক সম্পাদক পীরজাদা মাওলানা মুহাম্মদ হানজালা, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা মাকসুদুল হক মাদানী, প্রচার সম্পাদক মাওলানা নোমান তাফহিম, সহ প্রচার সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক জামিল, দফতর সম্পাদক মাওলানা হাবিবুর রহমান ঢাকুবী, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা মাহমুদ জব্বার, নির্বাহী সদস্য মাওলানা জামাল হোসাইন, মাওলানা জিয়াউর রহমান, মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা নুরুল হুদা তুহিন, মাওলানা আবদুল্লাহ আল মামুন, মাওলানা মাহফুজুর রহমান, মাওলানা আবু সালেহ, মাওলানা আরিফুল ইসলাম মাহমুদী, মাওলানা ইউসুফ বিন শফিক মাওলানা আবু তাহের সিদ্দিকী নিউ ইর্য়ক, মাওলানা মুহাম্মদ।

নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভায় শপথ গ্রহণ, ৫১ সদস্য বিশিষ্ট মজলিসে শূরা, উপদেষ্টা পরিষদ ও পৃষ্টপোষক পরিষদ গঠিত হবে।