| |
               

মূল পাতা জাতীয় অর্থনীতি নিত্যপণ্যের বেঁধে দেওয়া দাম কার্যকর করা সম্ভব হয়নি: বাণিজ্যমন্ত্রী


নিত্যপণ্যের বেঁধে দেওয়া দাম কার্যকর করা সম্ভব হয়নি: বাণিজ্যমন্ত্রী


রহমত নিউজ     06 October, 2023     09:36 PM    


নিত্যপণ্যের বেঁধে দেওয়া দাম কার্যকর করা সম্ভব হয়নি বলে স্বীকার করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, যে লক্ষ্য নিয়ে আলু, পেঁয়াজ ও ডিমের দাম নির্ধারণ করা হয়েছ তা অর্জন হয়নি। বাজার নিয়ন্ত্রণে নিয়মিত মাঠে কাজ করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে বেঁধে দেয়া নির্ধারিত দাম কার্যকর করতে চেষ্টা চলছে।

শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে রংপুরে তিনদিনের সফরে এসে নগরীর লেকসিটি পার্ক বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, আমদানি বেড়েছে ফলে আমদানির ব্যয়ও বেড়েছে। এতে সমস্যার কিছু নাই। রপ্তানি আয় ১০ শতাংশ বেড়েছে। তবে গতমাসে রেমিট্যান্স কম এসেছে, একটু সমস্যা হয়েছে। এটা কাটিয়ে উঠবে। এখন পর্যন্ত সবকিছু স্বাভাবিক আছে।