রহমত নিউজ 14 September, 2023 10:57 PM
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, জননিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বস্ত, পরীক্ষিত ও যোগ্য নেতৃত্ব অপরিহার্য। সততা ও যোগ্যতা ছাড়া নেতা হওয়ার প্রতিযোগিতায় বহুমুখী সংকট সৃষ্টি হয়। অতএব সুষ্ঠু,নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ হলে নেতা নির্বাচনে সকল ভোটারকে সচেতন হতে হবে।
আজ (১৪ সেপ্টেম্বর) বাদ মাগরিব নীলফামরী জেলার সৈয়দপুরে তামান্না হলের সামনে জেলা জমিয়ত আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা জমিয়তের সভাপতি হাফেজ মাওলানা ইসমাইল হোসেন রিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন।
জেলার অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে এতে আরো বক্তব্য রাখেন মাওলানা রেজাউল করীম,মাওলানা মাহমুদ বিন আলম,ছাত্র জমিয়ত বাংলাদেশের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম রাজু, হাফেজ মাজহারুল ইসলাম,ও জেলা যুব জমিয়ত নেতা জাহিদুল ইসলাম প্রমূখ।