রহমত নিউজ 10 September, 2023 05:37 PM
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমেরিকা বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের কোন দেশ নয়। তারা যাই করে ভেবেচিন্তে করে। একটা সেলফিতে ভিসা নীতির পরিবর্তন হয়নি। র্যাবের ওপর নিষেধাজ্ঞাও উঠে যায়নি।
রোববার (১০ সেপ্টেম্বর) এক সভায় সাংবাদিকদের ফখরুল বলেন, জো বাইডেন কিংবা আমেরিকা গণতন্ত্রের পক্ষের শক্তি। তারা এদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। সরকার নিঃস্ব হয়ে গেছে বলেই সেলফি নিয়ে উচ্ছ্বাস করছে। নিরপেক্ষ সরকারের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন দিন, নইলে কেউ আওয়ামী লীগকে রক্ষা করতে পারবে না।
মির্জা ফখরুল বলেন, জো বাইডেনের সেলফি প্রিন্ট করে বাধিয়ে গলায় ঝুলিয়ে রাখুন। সরকারের লোকজন দেউলিয়া হয়েছে বলেই সেলফি নিয়ে মাতামাতি করছে, সুষ্ঠু ভোটের ব্যবস্থা না করলে সেলফি রক্ষা করতে পারবে না।
তিনি অভিযোগ করেন, র্যাব পুলিশ ব্যবহার করে এ সরকার জোর করে ক্ষমতা আঁকড়ে আছে। সমগ্র জাতি ভোটের অধিকার থেকে বঞ্চিত। আবারও একতরফা নির্বাচনের পায়তারা করছে সরকার। মিথ্যা কথা বলে সরকার বিভ্রান্ত করছে।