রহমত নিউজ 07 September, 2023 09:39 PM
স্যালাইনের দাম বেশি রাখায় অভিযান চালিয়ে ৯২টি প্রতিষ্ঠানকে মোট এক লাখ ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সারাদেশে অভিযান চালিয়ে এ জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অধিদপ্তরের ৪০টি টিম ৫৩টি ওষুধের মার্কেটে এ অভিযান পরিচালনা করে। অতিরিক্ত দামে বিক্রি ও স্যালাইন স্টকে থাকা স্বত্বেও বিক্রি না করায় ঢাকা মহানগরীতে চার প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। রাজশাহীতে দুটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া দেশের বিভিন্ন জেলায় আরও ১৫ প্রতিষ্ঠানকে করা হয় জরিমানা। মোট এক লাখ ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় বেড়েছে স্যালাইনের চাহিদা। এতে ক্রেতাদের কাছে দাম বেশি রাখছেন অসাধু ব্যবসায়ীরা। এই সুযোগে অনেক ব্যবসায়ী আবার স্যালাইন বিক্রি না করে মজুত করছেন। এসব অভিযোগের ভিত্তিতে সারাদেশে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এরমধ্যে ঢাকা মহানগর এলাকায় অভিযান পরিচালনা করে অধিদপ্তরের চারটি টিম।