মুসলিম বিশ্ব ডেস্ক 15 August, 2023 10:10 PM
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের সরকার থাকার কারণে দেশে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। এই উন্নয়নকে ক্ষতিগ্রস্ত করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে। এর প্রমাণ হলো তারা এমন একটি নির্বাচন চায় যে, নির্বাচন সংবিধান অনুযায়ী হবে না। আমরা যেকোনো পরিস্থিতিতে সংবিধানের পক্ষে আছি। যেখানে আইনকানুন ও বিধিবিধানকে উপেক্ষা করা হবে সেখানে আমরা একমত পোষণ করতে পারি না। সংবিধান বাদ দিয়ে দেশ পরিচালনা করা সম্ভব নয়। যদি কেউ মনে করে সংবিধান তাদের মনের মতো নয়, তারা আগে ক্ষমতা দখল করতে হবে। নির্বাচনের মাধ্যমে এরপরে সংবিধান পরিবর্তন করতে হবে। শেখ মুজিবুর রহমান আইনের শাসনকে বিশ্বাস করতেন বলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। আইনের শাসন কায়েম করার জন্য সবাইকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেলে জেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় শোক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের আয়োজনে ৬ শতাধিক অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলি। পরে অতিথিরা অসহায় মানুষের হাতে উপহার স্বরূপ ১৫ কেজি করে চাল তুলে দেন।
এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া সদর