| |
               

মূল পাতা প্রবাস মালয়েশিয়ায় বাংলাদেশীসহ ৯০ অভিবাসী গ্রেফতার


মালয়েশিয়ায় বাংলাদেশীসহ ৯০ অভিবাসী গ্রেফতার


প্রবাস ডেস্ক     15 August, 2023     11:34 AM    


মালয়েশিয়ার মানজুংয়ে ১৪ বাংলাদেশীসহ ৯০ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১১ আগস্ট) দেশটির অভিবাসন বিভাগ অপস সাপু, সেলেরা, কুটিপ ও বেলেঞ্জা এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

মালয়েশিয়ার দ্য সান ডেইলির খবরে বলা হয়েছে, অভিবাসন বিভাগের পরিচালক হাফজান হোসাইনি বলেন, শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে ছয় ঘণ্টা অভিযান চালানো হয়েছে। অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় ও ওয়ার্ক পারমিটের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ৬২ পুরুষ, ২৩ নারী ও পাঁচ শিশুকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে ৬৬ জন ইন্দোনেশিয়ার, ১৪ জন বাংলাদেশের, পাঁচজন মিয়ানমারের, দুজন নেপালের এবং ভারত ও পাকিস্তানের একজন করে নাগরিক রয়েছেন। অভিবাসন আইন, মানবপাচার ও চোরাকারবারি রোধ আইন এবং পাসপোর্ট আইনে তাদের গ্রেফতার দেখানো হয়েছে। আমরা বাড়ির মালিকদের বিরুদ্ধেও তদন্ত করব, যারা অবৈধ অভিবাসীদের থাকার সুযোগ দিয়েছেন। আমরা জনসাধারণকে অনুরোধ করব আমাদের সঙ্গে তথ্য ভাগাভাগি করতে, যাতে সহজে যথাযথ পদক্ষেপ নেওয়া যায়।