| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন ১০ দিন পেছাল ৩ বোর্ডের এইচএসসি পরীক্ষা


১০ দিন পেছাল ৩ বোর্ডের এইচএসসি পরীক্ষা


রহমত নিউজ ডেস্ক     11 August, 2023     10:27 PM    


দেশের বিভিন্ন জেলায় ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার কারণে ১০ দিন পেছাল তিন বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা। বোর্ডগুলো হলো- চট্রগ্রাম শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

শুক্রবার (৯ আগস্ট) রাত ৯টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন আন্তঃবোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও  ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

বিজ্ঞপ্তিতে তিনি জানান, এই তিন বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ১৭ আগস্টের পরিবর্তে ২৭ আগস্ট থেকে শুরু হবে। এছাড়া অন্যান্য বোর্ডের পরীক্ষা প্রকাশিত সময়সূচী অনুযায়ী ১৭ আগস্ট থেকে শুরু হবে।

ঘোষিত রুটিন অনুযায়ী, আগামী ১৭ আগস্ট থেকে শুরু হবে এইচএসসি ও সমমান পরীক্ষা। তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে আগামী ২৫ সেপ্টেম্বর। ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ২৬ সেপ্টেম্বর। ৪ অক্টোবর শেষ হবে ব্যবহারিক পরীক্ষা।

চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় ৯টি সাধারণ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ১৩ লাখ ৪৩ হাজার ৩৪২ জন শিক্ষার্থী অংশ নেওয়ার কথা।