রহমত নিউজ ডেস্ক 27 July, 2023 06:08 AM
দেশের মানুষ তাদের ভোটাধিকারের সুরক্ষা চায়। তাদের ভোটাধিকার হরণ করে একতরফা নির্বাচনের আয়োজন করতে চাওয়া ক্ষমতাসীনদের অপরিণামদর্শিতা। বিদ্যমান পরিস্থিতিতে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারই একমাত্র সমাধান। দেশের বর্তমান ডেঙ্গু পরিস্থিতি বেশ উদ্বেগজনক, রোগীর সংখ্যা ক্রমশঃ বৃদ্ধি পাচ্ছে। সময়মত মশক নিধন করতে না পারায় পরিস্থিতির অবনতি হয়েছে। সরকার কোন ভাবেই এর দায় এড়াতে পারেনা। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবলা করার দিকেই বেশি মনযোগী। অথচ ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে।
বুধবার (২৬ জুলাই) রাজধানীর পুরানা পল্টনস্থ দলীয় কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের খাস কমিটির বৈঠকে নেতৃবৃন্দ এ সব কথা বলেন।বৈঠকে আগামী শুক্রবার বিকাল ৩ টায় কাজী বশীর মিলনায়তনে অনুষ্ঠিতব্য ঢাকা মহানগর জমিয়তের নগর সম্মেলন সফল করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানানো হয়।
জমিয়তের সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী সাহেবের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, মাওলানা জুনায়েদ আল-হাবীব, এ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী।