| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব ‘১৪ বছর জেল হতে পারে ইমরান খানের’


ফাইল ছবি

‘১৪ বছর জেল হতে পারে ইমরান খানের’


রহমত নিউজ     21 July, 2023     04:41 PM    


রাজনৈতিক উদ্দেশ্যে সরকারি নথি উন্মোচন করে জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করার দায়ে অভিযুক্ত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ১৪ বছর জেল হতে পারে বলে জানিয়েছেন দেশটির আইনমন্ত্রী আজম নাজির তারার। তিনি বলেন, যদি সরকারি গোপন নথিটি প্রকাশ করা হয় এবং এর বিষয়বস্তু তার স্বার্থের জন্য ফাঁস করা হয়, তবে ইমরান খানের ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

বৃহস্পতিবার (২০ জুলাই) ইসলামাবাদে একটি প্রেস কনফারেন্সে ভাষণ দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। খবর জিও টিভির।

আজম নাজির তারার বলেন, সাইফার হচ্ছে একটি সরকারি শ্রেণিবদ্ধ নথি, যেটি কখনো প্রকাশ করা যাবে না বা কারও সঙ্গে শেয়ার করা যাবে না। ইমরান খান এটিকে নিজের স্বার্থে ব্যবহার করেছেন। 

আইনমন্ত্রী বলেন, সাইফারের নির্বিচারে ব্যবহার করে জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছিলেন ইমরান খান; যেটি সাবেক মুখ্যসচিব আজম খানের স্বীকারোক্তিমূলক বক্তব্য থেকে স্পষ্ট করেছে। পিটিআইয়ের চেয়ারম্যান এটি তার নিজের রাজনৈতিক উদ্দেশ্যের জন্য ব্যবহার করেছেন।