মূল পাতা রাজনীতি আওয়ামী লীগ বাংলাদেশকে নিয়ে বিদেশিদের এত মাথাব্যথা না থাকলেও চলবে: ওবায়দুল কাদের
রহমত নিউজ 21 July, 2023 02:25 PM
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে খাদ্য সংকট, প্রাকৃতিক দুর্যোগসহ নানা সংকটকে গুরুত্ব না দিয়ে বাংলাদেশের নির্বাচন, গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে বিদেশীরা বেশি মাথা ঘামাচ্ছে। বিশ্বের অন্য যেকোনো দেশের তুলনায় বাংলাদেশে শান্তিময় পরিবেশ বিরাজ করছে। আফ্রিকান দেশগুলোতে নির্বাচন নিয়ে প্রতিনিয়ত সমস্যা। এগুলো মেটাতে জাতিসংঘের প্রতি আহ্বান জানাই। বাংলাদেশের সংকট নিয়ে বিদেশিদের এতো মাথাব্যথা না থাকলেও চলবে।
আজ (শুক্রবার) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভায় তিনি এসব কথা বলেন।
সংবিধানের আলোকে নির্বাচন হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আমরা সংবিধান লঙ্ঘন করতে পারি না। সংবিধান অনুযায়ী বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন হবে। কারও চক্রান্তমূলক রাজনৈতিক অভিলাষ বাস্তবায়ন হতে দিতে পারি না।
তিনি আরও বলেন, বিএনপি বিচ্ছিন্ন ঘটনা ঘাটিয়ে বিদেশিদের দৃষ্টিতে আসার চেষ্টা করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। বিএনপি জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। তাদের তৎপরতার কাছে সারেন্ডার করতে পারি না।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, কাজী জাফরুল্লাহ, ড. আবদুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।